বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে নারী ও যুব সমাজের সম্মিলিত অংশগ্রহণে ‘একান্নর জাগরণ’ প্রজেক্টের উদ্যোগে নাগরিক ও ভোটার শিক্ষা বিষয়ক স্থানীয় পর্যায়ের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। দেশের মোট জনসংখ্যার ৫১ শতাংশ নারী এবং তরুণ প্রজন্মের নাগরিক সচেতনতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের সক্রিয় ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়।

শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুর ৩টায় উপজেলা বিআরডিবি হল রুমে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়ে বিকেলে শেষ হয়।

প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ‘একান্নর জাগরণ’ প্রজেক্টের সিলেট-২ আসনের ট্রেইনার অনিদিতা কর ও মাহবুবুর রহমান মেহরাব। তারা নাগরিক অধিকার, ভোটার শিক্ষা এবং নেতৃত্ব বিকাশের বিভিন্ন দিক নিয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ প্রদান করেন।

এ সময় সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন— শাহিন আহমদ, হোসাইন আহমদ, শফিক আহমদ পিয়ার, আশিকুর রহমান রানা, আনহার আহমদ, তাজুল ইসলাম, পারভীন বেগম, ইছহাক আহমদ, আক্তার হোসাইন, শাহদাত বিন হোসাইন, আছাব উদ্দিন, সাইফুল আলম, শিমুল, সাবুল ইসলাম, স্বপ্না শাহিন, হাছিনা বেগম, হাজেরা বেগম ও সুজন ইসলাম প্রমুখ।

প্রশিক্ষণ শেষে বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে নারী ও যুবকদের সচেতন হওয়া অত্যন্ত জরুরি। ‘একান্নর জাগরণ’ এই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সচেতন নাগরিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।