ডেস্ক রিপোর্ট : বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের দিগলী এলাকায় ঢাকা–সুনামগঞ্জ হাইওয়ের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ৪০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। 

বিশ্বনাথ থানার এসআই অনিক বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার (৯ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ‘অফিসার চয়েস প্রেস্টিজ’ ব্র্যান্ডের এই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব না হলেও আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।