উদ্বোধনী খেলায় টুর্ণামেন্টের ২য় আসরের চ্যাম্পিয়ন দশঘর ইউনিয়ন ফুটবল একাদশকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে খাজাঞ্চী ইউনিয়ন ফুটবল একাদশ বিজয়ী হয়। উদ্বোধনী খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন খাজাঞ্চী ইউনিয়ন ফুটবল একাদশের বেলাল মির্জা। ৩য় আসরে এসে দশঘর ইউনিয়নের কাছে টুর্ণামেন্টের ২য় আসরের উদ্বোধনী খেলায় পরাজিত হওয়ার মধুর প্রতিশোধও এবার যেনো নিল খাজাঞ্চী ইউনিয়ন।
টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা ট্রাস্টি আলহাজ্ব রইছ আলী। উদ্বোধক হিসেবে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন।
বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের এ্যাসিস্ট্যান্ট মিডিয়া এডভাইজার জামির হোসাইনের সভাপতিত্বে এবং ধারাভাষ্যকার আব্দুল আহাদ, মোহাম্মদ আলী লিটন ও জয়নাল আবেদীনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার।
এসময় অনুষ্ঠানে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের বাংলাদেশ সমন্বয়ক কমিটির সদস্য সাহাব উদ্দিন সাবুল, তারেক আহমদ খজির, ছাইফ উদ্দিন, হেলাল মিয়া, দেলওয়ার হোসেন, ওয়াসিম উদ্দিন, নিজাম উদ্দিন, লিটন আহমদ প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


0 Comments