বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে বনার্ঢ্য আয়োজনে সাবেক-বর্তমান শিক্ষার্থী ও এলাকাবাসীর ভালবাসায় সিক্ত হলেন পৌর শহরের ভোগশাইল গ্রামস্থ শাহপিন উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক মো. জালাল উদ্দীন বিএসসি। দীর্ঘ প্রায় সাড়ে ২৭ বছর শিক্ষাকতার পর অবসরে যাওয়া ওই গুণী শিক্ষককে দেশে-বিদেশে থাকা প্রাক্তণ শিক্ষার্থীদের উদ্যোগে প্রদান করা হয় বিশাল বিদায় সংবর্ধনা। বৃহস্পতিবার (৮ জানুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যালয় সম্মুখ মাঠে নানান আয়োজনের মধ্য দিয়ে অশ্রæসিক্ত নয়নে সম্পন্ন হয় সর্বজন শ্রদ্ধেয় ওই গুণী শিক্ষকের বিদায় সংবর্ধনা। তিনি ১৯৯৮ সালের ১৮ জুলাই বিদ্যালয়ে যোগদান করে ২৭ বছর ৫ মাস ১৩ দিন শিক্ষকতা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ইলিয়াসপতœী তাহসিনা রুশদীর লুনা। তিনি বলেন, পাঠ্য বইয়ের শিক্ষা আমাদেরকে জ্ঞান দেয়, তবে সেই জ্ঞানকে অর্থবহ করতে হলে প্রয়োজন মূল্যবোধ ও নীতিবোধের শিক্ষা। আর যা দান করেন মানুষ গড়ার কারিগর শিক্ষকরা। শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল অর্জন করা নয়, বরং দেশপ্রেম, মানবিকতা ও সততার আলোকে নিজেদেরকে গড়ে তুলতে হবে। আজ আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যখন সমাজে নীতি-নৈতিকতার ঘাটতি আমাদের অগ্রযাত্রাকে করছে বাধাগ্রস্ত। নানান প্রকারের অন্যায়ের প্রতিযোগিতা, দূর্নীতি ও স্বার্থপরতা সমাজে গভীরভাবে শিকড় গেড়ে বসেছে। এছাড়া আমাদের তরুণ প্রজন্মকে বুঝতে হবে, বিদেশে যাওয়ার প্রবণতা যতই থাকুক না কেন, প্রকৃত শক্তি অর্জিত হয় সুশিক্ষা অর্জন ও যোগ্যতার মাধ্যমে। তাই সর্ব প্রথমে নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে, এরপরই বিশ্ব প্রতিযোগিতায় অংশ গ্রহন করার ক্ষমতা আসবে।

সংবর্ধিত অতিথির বক্তব্যে শাহপিন উচ্চ বিদ্যালয়ের বিদায়ী গণিত শিক্ষক মো. জালাল উদ্দীন বিএসসি বলেন, বিদ্যালয়ের শিক্ষক, সাবেক-বর্তমান শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের ওই ভালবাসার অনুষ্ঠান আমাকে ঋণের বন্ধনে আবদ্ধ করেছে। আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ। আমি শিক্ষকতার জীবনে কোন দিন জেনে শুনে নিজের দায়িত্ব পালনে অবহেলা করিনি। শিক্ষার্থীদের মঙ্গলের জন্য কখনও তাদেরকে কঠোরভাবে শাসন, আবার কখনও ভালবাসার চাদরে আগলে রাখার চেষ্ঠা করেছি। তবে আমি আজ গর্বিত এই কারণে যে দেশে-বিদেশে থাকা আমার অনেক শিক্ষার্থী স্ব-স্ব জায়গায় প্রতিষ্ঠিত আছে। সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে আমাদের প্রিয় ওই প্রতিষ্ঠানকে আরোও অনেক দূর এগিয়ে নেওয়া যাবে।

শাহপিন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কমিটির সদস্য আলহাজ্ব লেচু মিয়ার সভাপতিত্বে এবং সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান, মো. আনছার আলী ও সহকারী শিক্ষক মোছা. ফিরোজা খাতুনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বদিউজ্জামান আহমদ, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গৌছ খান, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, রাগীব রাবেয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও বুনন সম্পাদক কবি খালেদ উদ্দীন, উত্তর বিশ্বনাথ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি জসিম উদ্দিন খান, শাহপিন উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. মনির মিয়া মঈনুল, ভোগশাইল কে আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মৎ সামিয়া বেগম।

প্রতিষ্ঠানের শিক্ষকদের পক্ষ থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন হাবিবুল্লাহ মিসবাহ এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন শিক্ষার্থী সামিরা বেগম ও তাবাসসুম জান্নাত মাঈশা। অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষে মানপত্র পাঠ করেন ছিদ্দিকুর রহমান ও শিক্ষার্থীদের পক্ষে মানপত্র পাঠ করেন দশম শ্রেণীর শিক্ষার্থী তানভীর আহমদ।     

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন শাহপিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী মো. আরিবুর রহমান আরিফ, স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আনোয়ার হোসেন এবং শেষে দোয়া পরিচালনা করেন ভোগশাইল বায়তুর জান্নাত জামে মসজিদের ইমাম লায়েক আহমদ লতিফি। এসময় অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।