এস.এ. সাজু : মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে মুক্তিযোদ্ধা সংবর্ধনায় আগত বীর মুক্তিযোদ্ধাদের সাথে কুশল বিনিময় ও উপজেলা প্রশাসন আয়োজিত বিজয় মেলার স্টল পরিদর্শন করেন প্রেসক্লাব নেতৃবৃন্দরা।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন, সাধারণ সম্পাদক সায়েস্তা মিয়া, যুগ্ম সম্পাদক আলতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, দপ্তর সম্পাদক কবি এসপি সেবু, কোষাধ্যক্ষ আব্দুল কাইয়ুম, সদস্য ছালেক উদ্দিন, এস.এ. সাজু।