বিশ্বনাথ প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশে বিশ্বনাথ উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বনাথে মহান বিজয় দিবস ২৫ ইং উদ্‌যাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ মাঠে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্বে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর মাধ্যমে বিজয় দিবসের কার্যক্রম শুরু করে প্রশাসন।

কর্মসূচির মধ্যে ছিল সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, আলোচনা, শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ও পুরস্কার বিতরণ এবং বিজয় মেলার উদ্বোধন কর্মসূচি।  

এছাড়া সুধী জনতা ও প্রশাসনের কর্মকর্তাদের মধ্যকার ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণের মাধ্যমে দিবসের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবি, থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান, পৌর প্রশাসক উপজেলা সহকারী কমিশনার মোঃ লুৎফর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ আবু সাঈদ, প্রাথমিক শিক্ষা অফিসার শাহীন মাহবুব, কৃষি কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন, আনসার ভিডিপি,  ফায়ার সার্ভিসের প্রধান, প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তা কর্মচারী, মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ছাত্র ছাত্রী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।