সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজারস্থ উপজেলা জামায়াতের ইসলামীর কার্যালয়ে বিশ্বনাথ উপজেলায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় বক্তব্যকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি এসময় আরো বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে অন্তবর্তী সরকার এবং নির্বাচন কমিশন যথাযথ প্রদক্ষেপ গ্রহণ করবে। দেড় যুগ পর ভোটাররা নিশ্চিন্তে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এমন প্রস্তুতি রাখবে তাঁরা। নির্বাচনী আমেজ এবং জনগণের দীর্ঘদিনের আশা আকাঙ্খার প্রতিফলন নিশ্চিত করবে সরকার এমনটি আশা করি।
এসময় তিনি বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার রাস্তা, নিরাপদ পানির অভাব, চিকিৎসা, শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের সীমাবদ্ধতা নিয়ে কথা বলেন। তিনি আশ্বস্ত করে বলেন আমি এই দুই উপজেলা মানুষের চাওয়া-পাওয়ার বিষয়গুলো সমাধানের জন্য কাজ করব, দল আমাকে এই আসনের দায়িত্ব নিতে পাঠিয়েছে।
নির্বাচনে রাজনৈতিক প্রভাব বিস্তার, উপজেলার সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত হওয়ার পথে কোনো ঝুঁকি, কিংবা প্রতিবন্ধকতা রয়েছে কিনা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, আমি এটা মনে করি না। আমরা রাজনৈতিক সহনশীলতায় বিশ্বাসী। নির্বাচনে অংশ নেবে অন্যান্যা দলের নেতৃবৃন্দের সাথে আমাদের সুসম্পর্ক রয়েছে।
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, সেক্রেটারি মোঃ মতিউর রহমান, পৌর জামায়াতের নায়েবে আমীর মোঃ আব্দুস সোবহান, পৌর জামায়াতের সেক্রেটারি মোঃ জাহিদুর রহমান, জামায়াত নেতা হাফিজ মোহাম্মদ আলী। বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ সায়েস্তা মিয়া, সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলতাব হোসেন, দপ্তর সম্পাদক কবি এস. পি সেবু, অর্থ সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম, সদস্য মোঃ ছালেক উদ্দিন, এস এ সাজু, বিজয় কর্মকার, সংবাদকর্মী নিজামুল ইসলাম।


0 Comments