নিজস্ব প্রতিবেদক : বিশ্বনাথ উপজেলা ডেকোরেটার্স মালিক সমিতির উদ্যোগে নবনির্বাচিত ২০২৬-২০২৮ ইং সালের কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান শনিবার (৬ ডিসেম্বর) বিকাল ৪টায় বিশ্বনাথ নতুন বাজারের জবা ডেকোরেটার্সের সামনের মাঠে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির উপদেষ্টা নুর উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন সিলেট জেলা ডেকোরেটার্স মালিক সমিতির অর্থ সম্পাদক সুমন আহমদ রাজন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুগ্ম সম্পাদক মোনায়েম খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন, সিলেট জেলা ডেকোরেটার্স মালিক সমিতির সভাপতি আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক রাজু দাস এবং বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি ময়নুর রহমান মঈন।

অনুষ্ঠানে নবগঠিত কার্যকরী কমিটির সভাপতি হিসেবে মোঃ বাবুল মিয়া (শাপলা ডেকোরেটার্স) এবং সাধারণ সম্পাদক হিসেবে সিরাজুল ইসলাম (জবা ডেকোরেটার্স)-এর নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা হাবিবুল্লাহ খান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা মশাহিদ আলী, শংকর দাস শংকু, গিয়াস মিয়া, একলাছুর রহমান রাজা, ফয়জুল হক, মোঃ নজরুল ইসলামসহ নবগঠিত কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।