নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর বিশ্বনাথ পৌরসভার ৭নং ওয়ার্ড বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসা নির্বাচনী সেন্টার কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিশ্বনাথ পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ও সাবেক ছাত্রদল নেতা ইতালি প্রবাসী শেখ শাহজান মিয়ার সার্বিক সহযোগিতায় শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৮ টায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আহাদ এবং সঞ্চালনায় পৌর বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক সেপু চৌধুরী।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক মিয়া। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করতে হবে। সঠিক নেতৃত্বের মাধ্যমে সেন্টার কমিটি গঠন করে দলকে শক্তিশালী করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপির সহ সাংগঠনিক আবু সুফিয়ান, বিশ্বনাথ পৌর যুবদল সিনিয়র যুগ্ম আহবায়ক শাহজাহান আলী, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাসেল আহমদ, বিশ্বনাথ উপজেলা কৃষক দলের সদস্য সচিব সুমন মিয়া, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আরশ আলী, ৩নং ওয়ার্ড যুবদল সভাপতি ফয়ছল আহমদ, যুক্তরাজ্য প্রবাসী বশির আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকী ও গোলাপ খান।
স্বাগত বক্তব্য রাখেন, আব্দুল খালিক। সভার শুরুতে কুরআন থেকে তেলাওয়াত ও সভার শেষে মোনাজাত পরিচালনা করেন, হাফিজ মাওলানা ইসকাম উদ্দিন।
সভা শেষে সর্বসম্মতিক্রমে ৭নং ওয়ার্ড বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসা নির্বাচনী সেন্টার কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক ইউসুফ মিয়া।
এসময় সভায় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ডের স্থানীয় নেতৃবৃন্দ, দলীয় সমর্থক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


0 Comments