নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিশ্বনাথে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সেবা কমিউনিটি সেন্টারে শুরু হয়েছে তিনদিনব্যাপী শীতের মেলা। স্থানীয় উদ্যোক্তাদের উদ্যোগে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন বিশিষ্ট চিকিৎসক, গীতিকবি ও শিল্পী ডাঃ জহিরুল ইসলাম অচিনপুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টরোন্টো বাংলা পাড়া ক্লাবের প্রতিষ্ঠাতা এম আর আজিজ।
মেলার আয়োজক সাদিয়া মেহজাবিন, তাহমিনা সাদাফ ও মহিন চিশতি জানান, স্থানীয় উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনের সুযোগ করে দিতেই এই মেলার আয়োজন।
মেলায় রয়েছে নানা ধরনের পণ্যের সমাহার। দর্শনার্থীরা এখানে পাবেন, জুয়েলারি ও কসমেটিকস, হ্যান্ডমেইড চুড়ি, রেডি ও আনরেডি থ্রি-পিস, ওয়ান-পিস, টু-পিস, শাড়ি, বোরকা, হিজাব, পাকিস্তানি ড্রেস, ইউকে ও চায়না প্রোডাক্ট, হোম ডেকর আইটেম ও পাঞ্জাবি, মেহেদী স্টল, পারফিউম ও আতর, নানা ধরনের খাবারের স্টল
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।


0 Comments