নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় ইনকিলাব সংসদের উদ্যোগে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) বাদ যোহর বিশ্বনাথ উপজেলা পরিষদের মাঠে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এ জানাযায় দলমত নির্বিশেষে সকল শ্রেণি ও পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, ইনকিলাব সংসদের সভাপতি মো.মোছন আলী, সেক্রেটারী আমজদ আলী হোসাইন, যুগ্ম সম্পাদক মোঃ আজাদ আলী, দপ্তর সম্পাদক সাংবাদিক কবি এস.পি.সেবু, প্রচার সম্পাদক মোঃ জিল্লুর রহমান, পৌর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আবু সাঈদ, যুবদল নেতা সাইদুর রহমান রাজু, ব্যাংকার আজমল হোসেন শাহরিয়ার প্রমুখ।
গায়েবানা জানাজা নামাজে ইমামতি করেন হাফিজ সাইদুর রহমান।
এছাড়াও শরীফ ওসমান হাদীর এ গায়েবানা জানাজার নামাজে ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজ সহ সর্বস্তরের ছাত্রজনতা ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


0 Comments