সাক্ষাৎকারটি গ্রহণ করেন, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব।
এতে প্রবাসী আমিনুর রহমান আরো বলেন, নিজ গ্রাম টেংরার সার্বিক উন্নয়ন দেখে খুবই আনন্দিত হয়েছি। তিনি বলেন, টেংরার এসব উন্নয়নের অবদান হচ্ছে টেংরার প্রবাসীদের।
প্রবাসী আমিনুর রহমান তিনি দেশ এবং প্রবাসের বিভিন্ন সংস্হা ও উন্নয়ন কর্মকান্ডের সাথে সংলিস্ট রয়েছেন।
তা হচ্ছো, তিনি বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি, বিশ্বনাথ ইউনাইডেট ইউ'কের সহ সভাপতি, লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য, নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি রিপোর্টার এসোসিয়েশনের নির্বাহী সদস্য, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের নর্থ ইংল্যান্ডের সাধারণ সম্পাদক, এ আর টিভি মিডিয়া চ্যানেলের ডিরেক্টর, যুক্তরাজ্য লেবার পাটি এক্টিভিজ এর কোঅর্ডিনেটর ওল্ডহ্যাম মেট্রোপলিটন বরা কাউন্সিল, বিশ্বনাথ নিউজ বিশ্বনাথ সেরা হাফেজ প্রতিযোগিতা ২০২৫ ইং পৃষ্ঠপোষক।
প্রবাসী আমিনুর রহমানের পিতা হচ্ছেন যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব জমির আলী এবং মাতা হচ্ছেন, রাহেনা বেগম।
পরিশেষে, প্রবাসী আমিনুর রহমানের হাতে ইলিয়াস আহমদ রাজন সম্পাদিত ' পাক্ষিক বিশ্বনাথ'র এক কপি চলিত সংখ্যা তার হাতে তুলে দেওয়া হয়েছে।


0 Comments