নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনার সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাদ শাহজিরগাঁও ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কয়েছ আহমদ এবং সঞ্চালনায় ছিলেন পৌর স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক। প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত আহবায়ক আবুল খায়ের।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহজাহান মিয়া, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আহমদ দুলাল মিয়া, যুগ্ম আহবায়ক তসলিম উদ্দিন, আরশ আলী, এমএ গণি, সুজন মিয়া, বিলাল মিয়া, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক বাবুল আহমদ, ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের আহবায়ক জুয়েল আহমদ, ১নং ওয়ার্ড সদস্য সচিব শরিফ উদ্দিন, ২ ওয়ার্ড আহবায়ক সাহাব উদ্দিন, ৫নং ওয়ার্ড আহবায়ক রুপা মিয়া, ৬নং ওয়ার্ড সদস্য সচিব আব্দুস সালাম, ৯নং ওয়ার্ড আহবায়ক সাহাব উদ্দিন, সদস্য সচিব আজিজ মিয়া, বিশ্বনাথ ইউপি ১নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, ৭নং ওয়ার্ড সদস্য সচিব আবু হাসনাত সাকিব, পৌর বিএনপির ১নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক সিরাজ মিয়া, পৌর বিএনপি নেতা মনসুর আলী।

বক্তারা তাহসিনা রুশদীর লুনার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, কামরান আহমদ। সভার শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন, সাইম আহমদ।

এসময় আরও উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সদস্য সুহেল আহমদ, শাহজিরগাঁও গ্রামের মোহন মিয়া, বিএনপি নেতা মনসুর আলী, সেবুল মিয়া, চমক আলী, ময়না মিয়া, হুসিয়ার আলী, আশিক আলী, মিছবাহ উদ্দিন, মোস্তফা, আব্দুল রশিদ, ছালেক আহমদ, জলিল, লাইলু, জবর আলী, সুয়াব আলী প্রমুখ।