নিজস্ব প্রতিবেদক : বিশ্বনাথ উপজেলার ৩ নং অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামে সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে একাধিক ব্যক্তি ও দুটি সামাজিক সংগঠনকে আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর)  সন্ধায় টেংরা গ্রামের খানঁ ফাউন্ডেশন এর পরিচালক, টেংরা লতিফিয়া ইসলামি সুন্নি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি জাহেদ খাঁন এর বাড়িতে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

টেংরা লতিফিয়া ইসলামি সুন্নি সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল হামিদ এর সঞ্চালনায় অলংকারী ইউনিয়ন পরিষদের মেম্বার শামীম আহমদ এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হান্নান উরপি মিয়া, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন, প্রবীণ  শিক্ষক,, সমাজসেবক ও শালিস ব্যক্তিত্ব সহ মোট ৬ জন এবং টেংরা তাফসিরুল কুরআন পরিষদ ও লতিফিয়া ইসলামি সুন্নি সমাজ কল্যাণ সংস্থা সংগঠনকে সংবর্ধনা প্রদান করে মজিদ আমপল্লী এন্ড এগ্রো পার্ক টেংরা।

আর্তমানবতার সেবায় অবদান ও এলাকার উন্নয়নে স্বেচ্ছাশ্রমে দুটি সংগঠন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এছাড়া প্রবাসে বসবাস করে ও দেশের কল্যাণে কাজ করায় মজিদ আমপল্লী এন্ড এগ্রো পার্ক এর স্বত্বাধিকারী সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী বশির উদ্দিন ও পার্কের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সংবর্ধনার আয়োজন করে। 

গ্রামের সকল শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে আড়ম্বরপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানে গুণীজনের কদর ও কাজের স্বীকৃতির এমন ধারাবাহিকতা রক্ষা এবং অন্যান্য যারা বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন তাদেরকে ও যেন এভাবে সম্মানিত করার উদ্যোগ নেওয়া হয় এমন আহবান জানিয়ে এসময় বক্তব্য রাখেন অনুষ্ঠানে আগত অতিথি ও সংবর্ধিত ব্যক্তিরা।

লতিফিয়া ইসলামি সুন্নি সমাজ কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক আল আমীনের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রবীণ মুরব্বি আব্দুল ওয়াহিদ, প্রবাসী আব্দুল হান্নান উরপি মিয়া, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি  সাংবাদিক মোঃ শাহিন উদ্দিন, জাহিদ খাঁন,ব্যাংক কর্মকর্তা আল জাহান, ইউকে বাংলার পরিচালক আবু বকর, মিডিয়াকর্মী শাহাদাত হোসেন, আলী, হোসেন মোল্লা, কৃষি ব্যাংক কর্মকর্তা মুহিব খাঁন, ডাচ্ বাংলা ব্যাংক কর্মকর্তা জসিম উদ্দিন, শিক্ষক কামরুল ইসলাম, লতিফিয়া ইসলামি সুন্নি সমাজ কল্যান সংস্থার  তামিম সুমন ও মুস্তফা মারুফ। 

শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন নাদিম আহমদ। গ্রামের শতশত মানুষের উপস্থিতিতে সংবর্ধিত অতিথিদের মাঝে এসময় সম্মননা স্মারক প্রদান করা হয়েছে।