সিলেটের বিশ্বনাথে উপজেলার দেওকলস ইউনিয়ন জামায়াতে ইসলামীর ‘জনশক্তি সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকালে দেওকলস ইউনিয়নের আহমদপুর বাজারে (খাসজান সৎপুর) সমাবেশটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মজলিসে শুরার সদস্য, সিলেট জেলা দক্ষিণ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসরের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান।

দেওকলস ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও এসিস্ট্যান্ট সেক্রেটারী আব্দুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত জনশক্তি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা দক্ষিণ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ নজরুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, নায়েবে আমীর মাষ্টার ইমাদ উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি আব্দুল মজিদ।

বক্তব্য রাখেন উপজেলার দেওকলস ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ সভাপতি মাওলানা ফয়জুল ইসলাম, আলমগীর হোসেন, দেওকলস ইউনিয়ন যুব কমিটির সভাপতি হোসাইন আহমদ মাসুম। সমাবেশের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ফয়জুল হক ও ইসলামী সংগীত পরিবেশন করেন সায়েকুল ইসলাম। এসময় অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।