তিনি বলেন, ইমাম ও মোয়াজ্জিনরা মানুষকে সঠিক পথ দেখান তারাই সবচাইতে বেশি অবহেলিত। তাদের বেতন একেবারেই কম। বিএনপি ক্ষমতায় গেলে ইমাম মোয়াজ্জিনদের জন্য সম্মানজনক বেতন ভাতা নির্ধারিত করে একটি চাকুরি নীতিমালা তৈরী করে তাদেরকে মূল্যায়িত করা হবে। তিনি বলেন, সুন্দর সমাজ গড়ার ক্ষেত্রে ইমামদের অবদান অনেক বেশি।
মাঠ পর্যায়ে সরকারের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়নে ইমামরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। জঙ্গিবাদ নির্মূল, ইভটিজিং, বাল্য বিবাহ সহ নানা জন গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ইমামদের সম্পৃক্ততা সবসময় পাওয়া যায়। কারণ সমাজের কাছে ইমামদের গ্রহনযোগ্যতা রয়েছে। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে ইমামদের কাজ করার আহবান জানান তিনি।
রোববার (১৭ আগস্ট) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরে একটি কমিউনিটি সেন্টারে ইমাম মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মাওলানা নিজাম উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইলিয়াসপুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ময়নুল হক, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুল ইসলাম।
আরও বক্তব্য রাখেন, জাতীয় ইমাম সমিতির বিশ্বনাথ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান মিলাদ, সামসুল ইসলাম জুনেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা আব্দুন নুর, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা সাইফুল ইসলাম, ফেরদাউসুর রহমান, মাওলানা নিজাম উদ্দিন, মুফতি আবু বক্কর, মাওলানা সাইফুর রহমান, আব্দুল্লা আল জামিল, পৌরসভা ইমাম সমিতির সভাপতি মাওলানা খালেদ হোসেন, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, মাওলানা ছাইদ আহমদ প্রমুখ। শেষে ইলিয়াস আলীসহ গুম হওয়া সকলকে ফেরত পেতে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
,%2017.08.2025.jpg)

0 Comments