তিনি সোমবার (২৮ জুলাই) বিকেলে সিলেটের বিশ্বনাথে পৌর এলাকার রাজনগর গ্রামে যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক গোলজার খানের বাড়িতে স্থানীয় সাংবাদিকদের আলাপকালে ওই কথাগুলো বলেন। এর পূর্বে তিনি রামধানা গ্রামস্থ নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর বাড়িতে গিয়ে তার (ইলিয়াস) মা সূর্যবান বিবিকে দেখে আসেন। এসময় বেশ সময় তার সাথে একান্তে কথা বলেন।
এসময় আশিক ইসলামের সাথে ছিলেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ কাশেম, যুক্তরাজ্য বিএনপি নেতা শানুর মিয়া, বিএনপি নেতা আক্তার হোসেন, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন, এমাদ খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিএনপি নেতা হেলাল মিয়া প্রমুখ’সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


0 Comments