সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক সহসভাপতি, বিশ্বনাথ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতা, জানাইয়া গ্রাম পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ মোজাহিদ আলী রবিবার (২৭ জুলাই) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯ টার দিকে যুক্তরাজ্যের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮২ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও ছয় মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


মোঃ মোজাহিদ আলী একজন প্রজ্ঞাবান রাজনীতিক, শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবে দীর্ঘদিন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন।


তাঁর মৃত্যুতে ব্র‍্যাডফোর্ড ইলিয়াস মুক্তি যুব সংগ্রাম পরিষদ, দৌলতপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মিরাশ আলী (সাবুল)। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।