রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ঘটে যাওয়া আকষ্মিক বিমান দূর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় রবিবার (২৭ জুলাই) বাদ আসর বিশ্বনাথ পুরান বাজার বায়তুল আমান জামে মসজিদে বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়।


মর্মান্তিক দুর্ঘটনায় নিহত সকল শিক্ষক, শিক্ষার্থীর আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য নিখোঁজ এম ইলিয়াস আলীর সন্ধান কামনায়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নেক হায়াত কামনা করে দোয়া করা হয়।


দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- বিশ্বনাথ পৌর বিএনপির সহ-সভাপতি হাজী ফয়জুর রহমান, আব্দুন নুর, আব্দুর রাজ্জাক, বেলাল আহমদ, নাজিম উদ্দিন। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, যুব বিষয়ক সম্পাদক ফরিদ আহমদ, ত্রাণ বিষয়ক সম্পাদক সেপু চৌধুরী, যোগাযোগ বিষয়ক সম্পাদক আমির হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক শিপন মিয়া, পৌর বিএনপির ৩ নং ওয়ার্ডের সহ-সভাপতি সিরাজ উদ্দিন, বিএনপি নেতা হেলাল উদ্দীন, খালিস মিয়া, শেখ আমির আলী, সিরাজুল ইসলাম, জাহাঙ্গীর আলী, নিজাম উদ্দিন, আব্দুল মজিদ, কবির মিয়া, হুশিয়ার আলী, জামাল উদ্দিন, আব্দুল আহাদ, শিতাব আলী, এনামুল হক, কয়েছ আহমদ, ব্যবসায়ী ডা: চেরাগ আলী, বিএনপি নেতা মুরব্বী মোশাহিদ আলী, সেলিম উদ্দিন, নুর আলী, মখলিছ আলী, সুরুজ আলী, তছলিম উদ্দিন, আব্দুল ওয়াহিদ, বাবুল হোসেন প্রমুখ।


মিলাদ ও দোয়া পরিচালনা করেন, মাওলানা রুহুল আমিন।