সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি, বিশ্বনাথ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও পৌর শহরের নতুন বাজারস্থ হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এম. মোজাহিদ আলীর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও নিখোঁজ ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা।

রোববার (২৭ জুলাই) রাতে গণমাধ্যমে প্রেরিত শোক বার্তায় লুনা বলেন, এম. মোজাহিদ আলী শুধু বিএনপির একজন নিবেদিত প্রাণ রাজনৈতিক নেতাই ছিলেন না, তিনি ছিলেন একজন আদর্শবান শিক্ষানুরাগী, সমাজসেবক ও প্রবীণ অভিভাবক। নিজের কর্মগুণেই তিনি বিশ্বনাথবাসীর হৃদয়ে চির স্মরণীয় হয়ে থাকবেন। এম. মোজাহিদ আলীর মতো একজন গুণী নেতাকে হারিয়ে বিএনপির অপূরণীয় ক্ষতি হয়েছে। বিএনপি পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন, সেই দোয়াই কামনা করি।

এদিকে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এম. মোজাহিদ আলীর মৃত্যুকে পৃথক আরেকটি শোক বার্তায় গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক লিলু মিয়া।