বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, হিন্দু-মুসলিম আমরা সবাই এ দেশের নাগরিক, সবার অধিকার সমান। আমরা বিশ্বাস করি—ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাই এ দেশের সমান অংশীদার। বিএনপি কোনো চাঁদাবাজি, সন্ত্রাস বা দখলদারিত্বকে সমর্থন করে না। একজন ব্যক্তির অপকর্মের দায় পুরো দল কখনো নেবে না। অপরাধী যে-ই হোক, আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। বর্তমান তরুণ প্রজন্ম অনেক বেশি সচেতন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, সোশ্যাল মিডিয়ায় গুজব ও অপপ্রচারের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এসব গুজব থেকে নিজেকে দূরে রাখুন এবং অন্যদেরও সচেতন করুন। সত্যকে সামনে আনুন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একসাথে কাজ করুন।


বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ৮ টায় জানাইয়া বন্দর বাড়িতে ৮ নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিশ্বনাথ পৌরসভার ৮ নং  ওয়ার্ডবাসীর সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তাহসিনা রুশদীর লুনা এসব কথা বলেন।


বিশ্বনাথ পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে ও সিলেট জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক শাহ আমির উদ্দিনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপি সভাপতি হাজী আব্দুল হাই, বিশ্বনাথ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক লিলু মিয়া, বিশ্বনাথ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম।


সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সহ সভাপতি তাজ উদ্দিন, বিশ্বনাথ উপজেলা সেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক সাইদ আহমদ, পৌর সেচ্ছাসেবক দল আহবায়ক দুলাল আহমদ, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক তসলিম আলী, পৌর যুবদল যুগ্ম আহবায়ক শাহ জাহান আলী, উপজেলা যুবদল আহবায়ক সামছুল ইসলাম, পৌর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদ, যুবদল নেতা নাজিম উদ্দিন, সাবেক কলেজ ছাত্রদল নেতা শাহ টিপু, ৮ নং ওয়ার্ড বাসিন্দা রুপক দেব ও রমা কান্তি দে।


সভার শুরুতে কুরআন তেলাওয়াত করেন, আবু সাঈদ।


সভায় ৮নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ ছাড়াও বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।