পরিষদের সভাপতি প্রবাসী রানা খানের সভাপতিত্বে ও সহসাংগঠনিক সম্পাদক আছমত আলী লিটন এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের পৃষ্ঠপোষক হাজী আব্দুল হাই।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা সিতাব আলী, মনোফর আলী, গণি মিয়া, আব্দুল হামিদ, আক্তার মিয়া রাজু, এম এ নূর, টিএইচ তারেক, গোবিন্দ মালাকার, সিজুল মিয়া, শ্রী অজিত চন্দ্র দেব ও পরিষদের সাবেক সভাপতি বাউল সমুজ মিয়া।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন হাফিজ তানজিল রহমান এবং দোয়া মাহফিল পরিচালনা করেন ক্বারী আবিদুর রহমান।
এসময় সভায় উপস্থিত ছিলেন, পরিষদের সিনিয়র সহ-সভাপতি আব্দুছোবান, সহসভাপতি মোঃ সেবুল মিয়া, মোঃ এমরান খান, সাধারণ সম্পাদক বাউল ভাসানী বারীক, সহসাধারণ সম্পাদক ডাঃ উজ্জ্বল আহমদ, রইছ আলী, আবদুল মন্নান, সাংগঠনিক সম্পাদক পিংকর চৌধুরী, অর্থ সম্পাদক আবুল হোসেন আবু, সহ অর্থ সম্পাদক রফিক মিয়া, প্রচার সম্পাদক মোঃ আরশ আলী, সাংস্কৃতিক সম্পাদক বাউল সুমন নূর, সহ সাংস্কৃতিক সম্পাদক ইনুছ আলী, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ চেরাগ আলী, আইন বিষয়ক সম্পাদক এমএ মালেক, সহ আইন সম্পাদক আব্দুল হক, কার্যনির্বাহী সম্পাদক মোঃ সিদ্দেক আলী, মোঃ আব্দুল্লা বাউল, প্রয়াত খোয়াজ মিয়ার বড় ছেলে জালাল আহমদ শিল্পী মশাহিদ আহমদ, রফিকুল ইসলাম (ছোট ডিপজল), রিপন তালুকদার, জাহিদ নূর, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের শিল্পী বশির খান, বাংলাদেশ বেতার ও টেলিভিশন বাউল জুরমল আহমদ, আব্দুস মাতব্বর ও জিলু মিয়া সহ অনেক সংগীতপ্রেমী ও ভক্তবৃন্দ।
উল্লেখ্য, ‘আমার ভয় লাগিলো মনেরে, ভয় লাগিলো মনে, আমায় কোন দিন ধরিয়া নিবো যমে’, ‘যাইও না যাইও না কন্যাগো, কইন্যা যাইও না নাইওর, তুমি বিনে কেমনে থাকি একেলা বাসর কন্যাগো’, ‘ভূবন-মোহন রূপ তোমারী, দেখলে প্রাণ জুড়ায়, আমার বাড়ি আয়রে বন্ধু, আমার বাড়ি আয়’, ‘লাগাইয়া পিরিতের ডুরি আলগা থাকি টানেরে, আমার বন্দে মহা যাদু জানে, যাদু জানেরে, আমার বন্দে মহা যাদু জানে’সহ অসংখ্য মরমী গানের অমর রচিয়তা ছিলেন বাউল খোয়াজ মিয়া (৮৩)।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৩.২০টার দিকে সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামস্থ নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন বিখ্যাত গীতিকার ও সুরকার বাউল খোয়াজ মিয়া। তিনি ১৯৪২ সালের ১২ মার্চ জন্মগ্রহন করেন। তার পিতা মরহুম মাওলানা আজিজুর রহমান ও মাতা মরহুমা মোছাৎম্মদ আছতুরা বিবি। বাউল খোয়াজ মিয়া ছিলেন ‘জ্ঞানের সাগর’খ্যাত মরমী সাধক দুর্বিন শাহের শিষ্য। তিনি নিজের রচিত ও সুর সংযোজিত বেশির ভাগ গানে নিজেই কণ্ঠ দিয়েছেন বলে জনশ্রুতি রয়েছে।


0 Comments