সিলেট জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম-এর সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মানছুরা আক্তারের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মোঃ মাহবুবুর রহমান। এসআই সামসুল হক সুমন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযানটি পরিচালনা করেন।
পুলিশ জানায়,কয়ছর আলী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার বসত ঘরে অভিযান চালিয়ে খাটিয়ার নিচে লুকানো অবস্থায় দুটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলো তল্লাশি করে ৪০ বোতল ‘Ice BARE IT‘ Vodka‘ ১৮ বোতল ‘McDowell's No 1' হুইস্কি এবং ৪৮ বোতল ‘AC BLACK‘ হুইস্কিসহ মোট ১০৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। উদ্ধারকৃত মদের বাজার মূল্য প্রায় ২ লক্ষ ২৬ হাজার টাকা।
গ্রেপ্তারকৃত কয়ছর আলী গন্দারকাপন গ্রামের মৃত হাজী ইউসুফ আলীর ছেলে। তার বিরুদ্ধে আগের আরও ৬টি মাদক মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মোঃ মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৩, তারিখ: ০৭.০১.২০২৫)। গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


0 Comments