নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিশ্বনাথে তাফসীরুল কোরআন পরিষদ টেংরা'র ২২তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল মঙ্গলবার (৬ জানুয়ারি) টেংরা শাহী ঈদগাহ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।

বাদ যোহর থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলা মাহফিলে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মসজিদুল জুম'আ কমপ্লেক্স পল্লবী মুসলিম বাজার মিরপুর ঢাকার খতিব আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ, আদ দাওয়াহ ইসলামিক একাডেমি নরসিংদীর প্রতিষ্টাতা ও পরিচালক শায়েখ সিফাত হাসান, মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী, টেংরা জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ কারী মাওঃ জিয়াউল হক আনসারী প্রমুখ।

দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।