রোববার (১১ জানুয়ারী) দিবাগত মধ্যরাতে তবারকের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার (১২ জানুয়ারী) ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১৫ মামলার আসামী মাদক সম্রাট তবারকে আদালতে প্রেরণ করা হয়েছে। দেশের কুখ্যাত মাদক ব্যবসায়ীদের পাশাপাশি ইদানিং দেশের কুখ্যাত ডাকাত দলগুলোর সাথেও মাদক সম্রাট তবারকের সম্পৃক্ততা রয়েছে বলে এলাকায় জনশ্রুতি রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন থানায় ‘মাদক, চুরি-ছিনতাই ও মারামারি’র অভিযোগে দায়ের করা ১৫টি মামলার আসামী তবারক আলী একজন চিহ্নিত মাদক মাফিয়া। এর পূর্বে বাংলাদেশ সেনাবাহিনী বিপুল পরিমান দেশীয় অস্ত্র’সহ তবারককে গ্রেপ্তার করে ছিল। সম্প্রতি জেল থেকে মুক্তি পেয়ে ইয়াবা সুমন ওরফে পলিতিন তবারক আবারও এলাকায় অবস্থান নিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো। আর গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত মধ্যরাতে তবারকের নিজ বসত বাড়িতে ‘বিশ্বনাথ থানা ও ডিবি পুলিশ’র যৌথ দল অভিযান চালায়। অভিযানকালে মাদক সম্রাট তবারকের অন্যান্য সহযোগিরা পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশের খাঁচায় বন্দি হয় তবারক। এরপর সোমবার (১২ জানুয়ারী) একটি ডাকাতির প্রস্তুতি মামলায় (মামলা নাম্বার ০১, তাং ০১.০৩.২৫ইং) তবারক আলীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে থানা পুলিশ।
আলোচিত মাদক সম্রাট তবারক আলীকে ওরফে ইয়াবা সুমন ওরফে পলিথিন তবারককে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, রোববার দিবাগত রাতে গ্রেপ্তারের পর আজ (সোমবার) তাকে (তবারক) আদালতে প্রেরণ করা হয়েছে।


0 Comments