নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিশ্বনাথে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি -র হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দোষীদের বিচারের দাবিতে এক মশাল মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে মশাল মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় প্রবাসী চত্ত্বরে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সিলেট জেলার সাধারণ সম্পাদক সৈয়দ মিসবাউল হক মোহনের সভাপতিত্বে ও সিলেট জেলা যুব অধিকার পরিষদের সভাপতি জেএ তোফায়েলের পরিচালনায় মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় বক্তব্য দেন ছাত্র জমিয়ত বাংলাদেশ বিশ্বনাথ ক্যাম্পাস শাখার সাংগঠনিক সম্পাদক আনোয়ার পাশা, বিশ্বনাথ উপজেলা ছাত্র অধিকার পরিষদের ছাত্রনেতা সাকিব মাহমুদ।

সভায় বক্তারা বলেন, অবিলম্বে ভারতে আশ্রিত শরিফ উসমান হাদির হত্যাকারীদের ফিরিয়ে এনে কঠিন শাস্তি দেয়ার জোর দাবি জানান সেই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিও জানান।

শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন গণঅধিকার পরিষদের ওসমানীনগর উপজেলার যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান।