নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিশ্বনাথে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ আসর উপজেলা মডেল মসজিদে ইনকিলাব সংসদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ইনকিলাব সংসদ সভাপতি মোছন আলী, সেক্রেটারি আমজাদ হোসেন, দপ্তর সম্পাদক কবি এসপি সেবু, প্রচার সম্পাদক জিল্লুর রহমান প্রমুখ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা মাহমুদুর রহমান মিলাদ।
উল্লেখ্য গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়।
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।


0 Comments