শোকবার্তায় বাসিয়ার চিত্র কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও অধিকার আদায়ের সংগ্রামে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয়। দেশ গঠনে অসামান্য ভূমিকা রাখায় জাতি তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। প্রতিকূল পরিস্থিতিতেও দেশের মানুষের জন্য তার আপসহীন মনোভাব ও আত্মনিয়োগের দৃষ্টান্ত ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুকরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন। মৃত্যুকালে তার পাশে ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা।


0 Comments