নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে অনলাইন নিউজ পোর্টাল বাসিয়ার চিত্র। সংবাদ মাধ্যমটির পক্ষ থেকে জিয়া পরিবার ও শোকার্ত দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

​শোকবার্তায় বাসিয়ার চিত্র কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও অধিকার আদায়ের সংগ্রামে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয়। দেশ গঠনে অসামান্য ভূমিকা রাখায় জাতি তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। প্রতিকূল পরিস্থিতিতেও দেশের মানুষের জন্য তার আপসহীন মনোভাব ও আত্মনিয়োগের দৃষ্টান্ত ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুকরণীয় হয়ে থাকবে।

​উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন। মৃত্যুকালে তার পাশে ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা।