নিজস্ব প্রতিবেদক : সিলেট-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনার ‘ধানের শীষ’ প্রতীকের সমর্থনে সিলেটের বিশ্বনাথে পৌরসভার ৫নং ওয়ার্ডবাসীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) রাত ৮টায় পৌরসভার ৫নং ওয়ার্ডের দুয্যাকাপন গ্রামের সুহেল মিয়ার বাড়িতে সভাটি অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী। তিনি বলেন, বিএনপি উন্নয়নের দল। বিএনপি ক্ষমতায় আসলে আপনারা আবারও ফিরে পাবেন নিজের কাঙ্খিত উন্নয়ন। আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচনে আপনাদের ভোটে সিলেট-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী তাহসিনা রুশদীর লুনা নির্বাচিত হলে আমাদের প্রিয় নেতা নিখোঁজ এম. ইলিয়াস আলীর মতোই উন্নয়নের জোয়ারে ফিরবে বিশ্বনাথ-ওসমানীনগর।

সাবেক ইউ/পি সদস্য মাসুক আলীর সভাপতিত্বে ও পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক এমএ গণির পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল জলিল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাওছার খান, যুক্তরাজ্য নিউহ্যাম বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না, পৌর বিএনপির  সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, পৌর কৃষক দলের আহবায়ক নূর আলী, পৌর স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত আহবায়ক আবুল খয়ের, সদস্য সচিব আহমদ দুলাল মিয়া, যুগ্ম আহবায়ক তসলিম উদ্দিন, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওয়াহিদ, দূ্য্যাকাপন গ্রামের মুরব্বি শাহিদ আলী।

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন জাহেদ আলী।

এসময় অনুষ্ঠানে বিশ্বনাথ পৌর কৃষকদলের সদস্য সচিব আব্দুল আজিজ, পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আরশ আলী, বিলাল আহমদ, দূয্যাকাপন গ্রামের মনসুর আলী, সুহেল মিয়া, জাহেদ আহমদ, রমজান আলী, কামাল উদ্দিন, আসকন্দর আলী, ইসলাম উদ্দিন, জমির আলী, মকবুল আলী প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।