বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে বিয়াম ল্যাবরেটরী স্কুল পরিদর্শন করেছেন ‘বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব’ আব্দুল মালেক। বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল তিনি বিয়াম ল্যাবরেটরী স্কুল বিশ্বনাথ পরিদর্শন করেন।

এসময় স্কুলের শিক্ষার মানবৃদ্ধি ও অবকাঠামো উন্নয়ন’সহ নানাবিধ বিষয়ে খোঁজ-খবর নিয়ে ব্যাপক আলোচনা করেন। প্রতিষ্ঠানের শিক্ষকদের আরোও দক্ষ করতে ধারাবাহিকভাবে ট্রেনিং প্রদানের উদ্যোগ গ্রহনের কথা জানান।

সারাদেশে বিয়াম ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত ৪৫টি স্কুলের মধ্যে একটি স্কুল হচ্ছে ‘বিয়াম ল্যাবরেটরী স্কুল বিশ্বনাথ’। যা বিশ্বনাথের একমাত্র ইংলিশ ভার্সন প্রতিষ্ঠান। আর বিশ্বনাথে তা উপজেলা প্রশাসনের তত্ত¡াবধানে পরিচালিত হয়ে আসছে।

মহাপরিচালকের স্কুল পরিদর্শনের সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবি, বিশ্বনাথ পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভ‚মি) মোহাম্মদ লুৎফুর রহমান, বিয়াম ল্যাবরেটরী স্কুল বিশ্বনাথের প্রিন্সিপাল মনিকাঞ্চন চৌধুরী’সহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।