নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিশ্বনাথ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) গাজী মোঃ মাহবুবুর রহমান স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় তাঁর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনসেবা নিশ্চিত করতে তাঁর কর্মপরিকল্পনা তুলে ধরেন।

​মতবিনিময় সভায় ওসি গাজী মোঃ মাহবুবুর রহমান স্পষ্টভাবে ঘোষণা করেন যে, বিশ্বনাথে মাদক, চোরাচালান, জুয়া, কিশোর গ্যাং এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে পুলিশ 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করবে। তিনি বলেন, অপরাধী যেই হোক, কোনো ছাড় দেওয়া হবে না। বিশ্বনাথকে একটি নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।

​তিনি আরও বলেন, ​সাধারণ মানুষকে আইনি সেবার আওতায় আনতে এবং পুলিশের ওপর আস্থা বাড়াতে তিনি নতুন কিছু উদ্যোগের কথা জানান। এর মধ্যে অন্যতম হলো 'অভিযোগ বক্স' স্থাপন। ওসি জানান, সাধারণ মানুষ যাতে নির্ভয়ে তাদের সাথে ঘটে যাওয়া অন্যায় ও অনিয়মের কথা সরাসরি জানাতে পারেন, সেজন্য এই বক্স চালু করা হবে। এতে করে সাধারণ জনগণের সাথে পুলিশের দূরত্ব কমবে এবং ভুক্তভোগীরা দ্রুত আইনি সহায়তা পাবেন।

বিশ্বনাথের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা প্রত্যাশা করে ওসি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনাদের তথ্যের মাধ্যমেই আমরা অনেক গভীরে পৌঁছাতে পারি। বিশ্বনাথের মানুষকে সঠিক আইনি সেবা দিতে আমি আপনাদের পূর্ণ সহযোগিতা কামনা করছি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন, সাধারণ সম্পাদক সায়েস্তা মিয়া, যুগ্ম সম্পাদক আলতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, দপ্তর সম্পাদক কবি এসপি সেবু, কোষাধ্যক্ষ আব্দুল কাইয়ুম, সদস্য এস.এ. সাজু।

​সভায় সাংবাদিক নেতৃবৃন্দ নবাগত ওসিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং উপজেলার জনগুরুত্বপূর্ণ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।