নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় এবং নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় সিলেটের বিশ্বনাথে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ আসর বিশ্বনাথ পুরান বাজার বায়তুল আমান জামে মসজিদে আল হেরা স্ট্যান্ড ৭০৭ শ্রমিক নেতৃবৃন্দের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, শ্রমিক নেতা মোঃ মতছির আলী, সিতাব আলী, নুরুজ আলী, গেদা মিয়া, আবুল জব্বার, আব্দুল ওয়াহিদ, মশাহিদ আলী, তালিব আলী, খয়রুল ইসলাম, লিলু মিয়া, আতিকুর রহমান, সাদিক আহমদ, তোয়াব আলী, আব্দুস সালাম, আব্দুল হামিদ, শিবলু মিয়া ১/২, শুকুর আলী, অমল মালাকার, রেজা মিয়া, সাদু বাবু, জাকির মিয়া, ইউসুফ আলী, আব্দুল জলিল, আসমত আলী প্রমুখ।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন, হাফিজ মাওলানা খাইরুল ইসলাম।