নিজস্ব প্রতিবেদক : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী তাহসিনা রুশদীর লুনা’র সমর্থনে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) বিকাল ৪ টায় নকিখালী পয়েন্টে বিশ্বনাথ পৌরসভা ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে নির্বাচনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্বনাথ পৌর বিএনপি সহ সভাপতি হাজী ফয়জুর রহমান। বিশ্বনাথ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম এবং উপজেলা স্বেচ্ছাসেবকদল ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ নুরুজ্জামানের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহসিনা রুশদীর লুনা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা বিএনপি সাবেক সভাপতি জালাল উদ্দিন, ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপি সভাপতি হাজী আব্দুল হাই, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক বশির আহমদ, উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক মোনায়েম খান, সাবেক যুগ্ম সম্পাদক কাওছার খান, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, পৌর যুবদল আহবায়ক শাহ আমির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকদল সদস্য সচিব আশিকুর রহমান রানা, উপজেলা ছাত্রদল আহবায়ক হোসাইন আহমদ প্রবেল, সদস্য সচিব ফাহিম আহমদ, উপজেলা কৃষকদল যুগ্ম আহবায়ক আইনানুউদ্দিন।
বক্তারা বলেন, সামনে জাতীয় নির্বাচন, আমরা সবাই ঐক্যবদ্ধ হই। আমাদের গণতন্ত্র, আমাদের অধিকার, আমাদের উন্নয়নের স্বপ্নকে বাস্তবায়ন করতে তাহসিনা রুশদীর লুনাকে ধানের শীষে ভোট দিতে হবে।
স্বাগত বক্তব্য রাখেন, ৯নং ওয়ার্ড যুবদল নেতা আছাব আলী। সভার শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন, মাহমুদুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন, বিশ্বনাথ পৌর বিএনপি সহ সভাপতি আব্দুর নুর, নাজিম উদ্দীন, রাজ্জাক আলী, বিলাল মিয়া, যুগ্ম সম্পাদক আব্দুল জলিল, আব্দুল আহাদ, শাহজাহান, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, যুব বিষয়ক সম্পাদক ফরিদ আলী, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম। শ্রমিকদল নেতা আজিজুর রহমান কনা, বিএনপি নেতা ইমাম উদ্দিন, আলমগীর, ইছাক আলী, কবির মিয়া, সিরাজুল ইসলাম, হেলাল উদ্দিন, সোহানুর রহমান চুনু, আব্দুল মুমিন, আমির হোসেন, মখলিছ, খালেদ, নিজাম, আমির, রাহেল, দুলাল প্রমুখ।


0 Comments