নিজস্ব প্রতিবেদক : বিএনপি মানবাধিকার বিষয়ক কমিটি কেন্দ্রীয় সদস্য ও বিএনপি নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর বড় ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্নব বলেছেন, আমার বাবা এম ইলিয়াস আলী ছিলেন এই জনপদের মানুষের অকৃত্রিম বন্ধু। তিনি সারাজীবন এই এলাকার মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে গেছেন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সব ক্ষেত্রেই তাঁর অবদান আজও মানুষের মনে গেঁথে আছে।

শুক্রবার (৭ নভেম্বর) বাদ এশা বিশ্বনাথ পৌরসভার ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী তাহসিনা রুশদীর লুনা -র সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্নব আরও বলেন, আওয়ামী ফ্যাসিস্ট শাসনামলে এই জনপদ উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আমার বাবাকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। তাঁর নিখোঁজের পর দীর্ঘ ১৩ বছর ধরে আমার মা তাহসিনা রশদীর লুনা আপনাদের পাশে থেকেছেন। আপনাদের সুখে, দুঃখে, বিপদে, আপদে।

তিনি বলেন, সামনে জাতীয় নির্বাচন, আমরা সবাই ঐক্যবদ্ধ হই। আমাদের গণতন্ত্র, আমাদের অধিকার, আমাদের উন্নয়নের স্বপ্নকে বাস্তবায়ন করতে ধানের শীষে ভোট দিন।

১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদল আহবায়ক শেখ আব্দুস সামাদের সভাপতিত্বে ও বিশ্বনাথ পৌর স্বেচ্ছাসেবকদল যুগ্ম আহবায়ক আরশ আলী এবং পৌর ছাত্রদল সদস্য সচিব জাকির হোসেন ইমন যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি মোঃ গৌছ আলী, সাধারণ সম্পাদক মোঃ লিলু মিয়া, যুক্তরাজ্য ওল্ডহাম বিএনপি সভাপতি মোঃ জামাল মিয়া। এছাড়াও সভায় উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।