বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে স্কুল কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় এই বিদায় সংবর্ধনা ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্কুল দপ্তরী মোঃ হাসান আহমদ ও প্রাক্তন ছাত্র মোঃ আজিম আহমদ এর যৌথ পরিচালনায় শিক্ষক সঞ্জিত কুমার দেব কে বিদায়ী সংবর্ধনা স্মারক, ক্রেস্ট ও ছাত্র ছাত্রীদের মাঝে উপহার প্রদান করেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাহিন মিয়ার সভাপতিত্বে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, হাজী আরশদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক রাতুল চন্দ্র তালুকদার।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র, আব্দুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সীমা রানী দেব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট মুরব্বি মোহাম্মদ লুৎফুর রহমান, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবেট সাধারণ সম্পাদক সাংবাদিক শায়েস্তা মিয়া, ,ক্বারি আব্দুর রহিম, প্রাক্তন ছাত্র অলি আহমদ রনি, সাইদুল হাসান।
আরো বক্তব্য রাখেন পঞ্চম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌসী সামিয়া।
এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরব্বি ওয়াব আলী, ওয়াহাব উল্লাহ, সাবেক মেম্বার নুরুল ইসলাম, মুরব্বি মোবাশ্বির আলী, তুরুন মিয়া, আবুল কালাম, সিরাজ উদ্দিন, মোস্তাক মিয়া, নুর উদ্দিন, আবুল লেইছ, আজিম আহমদ, ইসমাইল আলী, রাজা মিয়া ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী, ও অভিভাবক বৃন্দ।


0 Comments