সিলেটের বিশ্বনাথ উপজেলাধীন বিশ্বনাথ পৌর শহরের নতুন শরিষপুর জামে মসজিদের নির্মান কাজের সার্বিক সহযোগীতা ও পবিত্র সিরাতুন্নবী (সা:) উপলক্ষে গজল ক্বেরাত প্রতিযোগীতা অনুষ্টিত হয়েছে। 

আজ শুক্রবার ১২ ই সেপ্টেম্বর বিকেলে মসজিদে এ প্রতিযোগীতা ও সিরাতুন্নবী মাহফিল অনুষ্টিত হয়। 

মাহফিলে দেশ বিদেশের সকল ধর্মপ্রান মুসলীম ও দানবীর দাতাদের প্রতি মসজিদ নির্মান ও পাকাকরণের লক্ষে সার্বিক সাহায্য অনুদান ও সহযোগীতার আহবান জানানো হয়।

কেরাত, গজল অন্যান ক্যাটাগরিতে ও প্রতিযোগীতায় পুরুষ্কার অর্জন করেন সানিয়া আক্তার,সায়েম রাব্বি,মাহি আহমদ,সাইফ আলী সোহাগ,সাম্বেল আহমদ,সায়েম আহমদ রাহি,হাফিজা আক্তার সানি আহমদ,সিয়াম আহমদ,সাদিয়া আক্তার,সামিয়া আক্তার,আব্দুল ওদুদ,সামিয়া, মাহদি,মাহিয়া আক্তার,হাফিজা বেগম।

অথিতি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জায়েদুর রহমান,মাও হাবিবুর রহমান মামুন,হাফিজুর রহমান,আব্দুল্লাহ,ইব্রাহীম, ইউসুফ,দুলাল মিয়া,কামরুল ইসলাম, মসজিদ কমিটির সেক্রেটারি আবুল কালাম আজাদ,কোষাধক্ষ্য সাবুল মিয়া প্রমুখ।

 অনুষ্টানে ইসলামী সংগীত পরিবেশন করেন আলোকিত সুর সাংষ্কৃতিক ফোরামের শিল্পীবৃন্দ। মসজিদের সাহায্য ও অনুদান প্রেরণ ও যোগাযোগের জন্য নিম্মের মোবাইল 01718361535 ( বিকাশ) নাম্বারে যোগাযোগ করা যাবে ।