মতবিনিময় সভায় তাহসিনা রুশদীর লুনা নিজের বক্তব্যে বলেন, সিলেট-২ আসনের সাবেক এমপি ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম, ইলিয়াস আলীর হাতে গড়া জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন কমিটিতে নেতৃত্ব প্রদানকারী সাবেক ছাত্রনেতারা প্রবাস জীবনেও দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছেন। জাতির দীর্ঘ দিনের ক্লান্তিকালে যুক্তরাজ্য যুবদল’সহ বিভিন্ন সংগঠনে সক্রিয় অংশগ্রহণ করায় তাদের প্রতি ধন্যবাদ জানান ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশ্বনাথের প্রবাসী যুব সমাজের সবাইকে নিজেদের কার্যক্রম আরোও গতিশীল করা আহবান জানান।
ভার্চুয়ালী এই মতমিনিময় সভার আলোচনায় অংশগ্রহণ করেন যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন, সহ সভাপতি আবু তাহের, আব্দুল ওয়াহিদ আলমগীর, লোকমান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান সুমেদ, আব্দুল কাইয়ুম, সহ সাধারণ সম্পাদক আতিক রহমান মিয়া, শেখ হারুন রশিদ, সহ সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম, মাছরুল হোসেন, কোষাধ্যক্ষ বেলাল আহমদ, সিনিয়র সদস্য জিয়াউল ইসলাম জিয়া প্রমুখ নেতৃবৃন্দ।


0 Comments