ভিপি নুরুল হক নুরের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ইনকিলাব সংসদের আয়োজনে এক জরুরি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকাল ৫ টায় বিশ্বনাথ পৌর শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত এই ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ইনকিলাব সংসদের সভাপতি মোঃ মোছন আলী।


বক্তব্যে তিনি ভিপি নুরের উপর হামলার তীব্র নিন্দা জানান এবং হামলায় আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করেন। একইসঙ্গে তিনি বলেন, যদি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, তবে আমরা কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হবো।


এ সময় সংগঠনের সেক্রেটারি আমজদ আলী হোসাইন, প্রচার সম্পাদক মোঃ জিল্লু রহমান, সাংবাদিক এসপি সেবু উপস্থিত ছিলেন।