শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবে তাঁরা পরিদর্শনে এলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে তাদের হাতে স্থানীয় পাক্ষিক বিশ্বনাথ বার্তার সৌজন্য কপি তুলে দেওয়া হয়।
বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সায়েস্তা মিয়ার সঞ্চালনায় সভাপতি মোঃ শাহিন উদ্দিনের সভাপতিত্বে এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গবেষক মোস্তাক চৌধুরী। মোস্তাক চৌধুরী তার বক্তব্যে স্থানীয় জনপদ প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথের উন্নয়নে লেখনীর মাধ্যমে এই জনপদকে আরো উন্নয়নের পথে এগিয়ে নিতে কলমকে চালিকাশক্তি হিসেবে ব্যবহার করার তাগিদ দেন। সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করেন।
আরো বক্তব্য রাখেন, লেখক ও কবি নাসির উদ্দিন এবং ৩ নং অলংকারী ইউনিয়ন পরিষদের মেম্বার বশির উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, দপ্তর সম্পাদক কবি এস.পি সেবু, বিশ্বনাথ বার্তার স্টাফ রিপোর্টার এস.এ. সাজু প্রমুখ।


0 Comments