প্রযুক্তিনির্ভর শক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫।


মঙ্গলবার (১২ আগস্ট) দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয় যুব র‍্যালি, প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদপত্র বিতরণ, বৃক্ষরোপণ, মশক নিধন কর্মসূচি ও আলোচনা সভা।


বিশ্বনাথ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ দাসের সভাপতিত্বে ও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিকাশ চন্দ দাসের পরিচালনায় আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন যুব উদ্যোক্তা রায়হান আহমদ ও পবিত্র গীতা থেকে পাঠ করেন যুব উন্নয়ন বিশ্বনাথ অফিসের সহকারী সুজিত চন্দ।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আলা উদ্দিন কাদের। এসময় তিনি জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের তাৎপর্য বিষয়ক এবং প্রযুক্তি নির্ভর যুব শক্তিকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ত্বরান্বিত করার আহবান জানান।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল হাই, বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার, ৫ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান হাফিজ আরব খাঁন ও ৩ নং অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন।


এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার এমাদ উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কবি এস. পি সেবু, আলো বহুমুখি সমবায় সমিতির লিঃ চেয়ারম্যান হাসান মাহমুদ রিপন, রামপুর যুব সংঘের সভাপতি ক্ষুদ্রঋণ উদ্যোক্তা আশরাফুল ইসলাম এবং যুব প্রশিক্ষনার্থী উদ্যোক্তা রিপা আক্তার।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শাহিন মাহবুব, বিশ্বনাথ থানার এস আই পান্না লাল দেব, উপজেলা জামায়াতের সেক্রেটারী মতিউর রহমান, উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক কাওছার আহমদ তুলাই, পৌর জামায়াত নেতা দেলোয়ার হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।