বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন এর সভাপতিত্বে ও অর্থ সম্পাদক আব্দুল কাইয়ুম এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সায়েস্তা মিয়া, দপ্তর সম্পাদক কবি এসপি সেবু।
সভায় বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হ/ত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টা/ন্তমূলক শা/স্তির দাবি এবং সারাদেশে সাংবাদিকদের ওপর চলমান নির্যা/তন ও হয়রানি বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোরালো আহ্বান জানান। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সংশ্লিষ্ট সকল পক্ষকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ করেন।
সভায় উপস্থিত ছিলেন, যুগ্ম সম্পাদক আলতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, পাক্ষিক বিশ্বনাথ বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার এস.এ. সাজু, সংগঠক এসএম রফিক আহমদ, নাজমুল হুদা মারুফ প্রমুখ।


0 Comments