প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন-চব্বিশের জুলাই ছাত্র-গণ অভ্যূত্থানের নেপথ্যে বড় একটি কারণ ছিলো বিদেশী আধিপত্যবাদ।পরিতাপের বিষয় আমরা নতুন বাংলাদেশেও বিদেশীদের মোড়লিপনা দেখতে পাচ্ছি। পশ্চিমাদের শিকলবন্ধি হওয়ার জন্য আমরা দিল্লি থেকে মুক্ত হই নি। হাজারো জীবন আর অঙ্গহানির বিনিময়ে সফল হওয়া জুলাই অভ্যূত্থানকে ব্যর্থ করার সকল ষঢ়যন্ত্র রুখে দিতে হবে। কোন ভিনদেশী মোড়লি দেশবাসি মানবে না।জাতিসংঘের নামে পশ্চিমা আধিপত্য প্রতিষ্ঠার চক্রান্ত বাস্তবায়ন হতে দেয়া হবে না।
এ সময় আরো বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা জমিয়তের সিনিয়র সহসভাপতি মাওলানা কামরুল ইসলাম ছমীম, সহসভাপতি মাওলানা নূরুল ইসলাম, যুগ্ন সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, জমিয়ত নেতা ডাক্তার খাইরুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মিজানুর রহমান, সহসভাপতি সালমান চৌধুরী, ছাত্র জমিয়ত জামিয়া শাখার সহসভাপতি সুহাইল আহমদ, আল আশরাফ ছাত্র সংসদের জি.এস আব্দুল্লাহ বিন লিটন চৌধুরী প্রমূখ।


0 Comments