সিলেটের বিশ্বনাথ উপজেলার প্রাণকেন্দ্র নতুন বাজার পৌরসভা কার্যালয়ের সামনেই অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ। মুক্তিযুদ্ধ ও বীর শহীদদের স্মৃতিকে সম্মান জানাতে এটি নির্মাণ করা হয়েছে। অবকাঠামোগত স্থাপনাটি বিশ্বনাথ উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত হওয়ার পর জাঁকজমক ভাবে উদ্বোধন হয় গত আওয়ামীলগ সরকারের আমলে।


বিগত ৫ আগস্টে সরকার পতনের পর এটি উত্তেজিত ছাত্র-জনতার রোষানলে পড়লে সামান্য ক্ষতিগ্রস্থ হয়। ইটপাটকেলের আঘাতে নামফলক ভাঙ্গন ও অন্যান্য ক্ষতির স্থান এখনো মেরামতের কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। দিনরাত রয়েছে তালাবদ্ধ। দেখভালের দায়িত্বে থাকা কেউ আছেন কি না এমন কাউকে পাওয়া যায়নি। নান্দনিক এই স্থাপনার আঙ্গিনা এখন ঝোপ জঙ্গলে পরিপূর্ণ। পরিস্কার পরিচ্ছন্ন রাখার কেউ না থাকায় এখানে ভূতুড়ে পরিবেশের সৃষ্টি হয়েছে।


উদ্বোধনের পর স্থাপত্যটি দেখার জন্য অনেকেই ভিড় জমাতেন, যা এখন মুখ ফিরিয়ে নিয়েছেন সবাই।


স্মৃতিসৌধটি এখন লতাপাতা ও ঝোপঝাড়ে ঢেকে গিয়ে অবহেলার চিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে। প্রশাসনের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে কোনো ধরনের পরিচ্ছন্নতা বা রক্ষণাবেক্ষণের উদ্যোগও দেখা যায়নি।


বুধবার (৩০ জুলাই) দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায়, পুরো স্থাপনা একটি জঙ্গল। সাপ বিচ্ছুর আশ্রয়স্থলে পরিণত হয়েছে এটি। সৌন্দর্য হারিয়ে ফেলে এ যেন একটি পরিত্যক্ত স্থান। যে স্মৃতিসৌধ বীর মুক্তিযোদ্ধা ও রাষ্ট্রের গৌরবের প্রতীক হওয়ার কথা, তা আজ পরিণত হয়েছে ভয়ের জায়গা হিসেবে।


এব্যাপারে স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান, সাহেদ আলী ও রফিক মিয়ার সাথে কথা হলে তারা এটি ঝোপঝাড় পরিস্কার পরিচ্ছন্ন রাখার এবং তালাবদ্ধ না রেখে দায়িত্বে থাকা ব্যাক্তিদের মাধ্যমে খোলে রাখার দাবী জানান প্রশাসনের প্রতি।


বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়ের সাথে কথা হলে তিনি অপরিস্কার, অপরিচ্ছন্ন ঝোপঝাড়ের ঘেরা, বিষয়টি স্বীকার করে বলেন, শীঘ্রই স্থাপনাটির ঝোপঝাড় পরিস্কারের ব্যবস্থা নেওয়া হবে।