বিশ্বনাথ পিএফজির নারী এম্ব্যাসেডর নাসরিন সুলতানার সভাপতিত্বে ও ইয়ুথ এম্ব্যাসেডর গ্রুপের সহ-সমন্বয়কারী বাবলী’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ পিএফজির সমন্বয়কারী বদরুল ইসলাম মহসিন, এম্ব্যসেডর তজম্মুল আলী রাজু, সদস্য হাসান মাহমুদ রিপন, হোসাইন আহমদ শাহীন। শুভেচ্ছা বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা।
সভায় গ্রæপ গঠনের লক্ষ্য উদ্দেশ্য, গঠনকাঠামো নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় অংশ নেন, পিএফজি সদস্য স্বপ্না শাহীন, রাসনা বেগম, মুক্তা রানী, ইয়থ পিস এম্ব্যাসেডর গ্রæপের শারমিন আক্তার, হাজেরা বেগম, সুজিনা বেগম, নারী নেত্রী রোকসানা, রাদিফা, পারুল বেগম, মাধুরী, দিপ্তী, রুজিনা প্রমূখ।
সভায় সর্বসম্মতিক্রমে স্বপ্না শাহীনকে সমন্বয়কারী, হাসিনা বেগমকে যুগ্ম সমন্বয়কারী ও হাজেরা বেগমকে সচিব করে বিশ্বনাথ নারী শান্তি সহায়ক দলের কমিটি গঠন করা হয়।


0 Comments