যুক্তরাজ্যের সাফোক কাউন্সিলের স্থানীয় নির্বাচনে লিবারেল ডেমোক্র্যাট পার্টির প্রার্থী হিসেবে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার সন্তান আব্দুল শামীম। গত ১ মে অনুষ্ঠিত নির্বাচনে তিনি এই সাফল্য অর্জন করেন।


আব্দুল শামীম একজন পেশাদার সলিসিটর। তাঁর পিতা আব্দুল মজিদ এবং মাতা মোছাঃ রুশনা বেগম। তাঁরা ৩ ভাই ও ২ বোনের মধ্যে শামীম সবার বড়। তাঁর ছোট ভাই আব্দুল মহিম একজন মেডিসিন বিশেষজ্ঞ, অপর ভাই আব্দুল নাজিম আইটি বিশেষজ্ঞ। বোন শারমিলা বেগম একজন স্কুল শিক্ষক এবং রাহেলা বেগম একজন একাউন্টেন্ট।


শামীমের পারিবারিক শিকড় সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের কোনারাই গ্রামে। তাঁর নানা, মরহুম হাজী সরফরাজ আলী (চফা মিয়া), ছিলেন স্বাধীনতা পরবর্তী সময়ে অলংকারী ইউনিয়নের প্রথম নির্বাচিত চেয়ারম্যান।


কাউন্সিলর নির্বাচিত হয়ে আব্দুল শামীম বলেন, "এই বিজয় শুধু আমার নয়, এটি আমাদের কমিউনিটির সম্মিলিত প্রচেষ্টার ফল। আমি প্রতিশ্রুতিবদ্ধ, সবার জন্য কাজ করবো এবং আমাদের সমাজের উন্নয়নে ভূমিকা রাখবো।"


যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূতদের এই ধরনের সাফল্য প্রবাসী কমিউনিটির জন্য গর্বের বিষয়। আব্দুল শামীমের এই অর্জন ভবিষ্যতে আরও বাংলাদেশি তরুণদের রাজনীতিতে অংশগ্রহণে অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।