যুক্তরাজ্যে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের কল্যাণে নিবেদিত সামাজিক সংগঠন সুরমা সোসাইটি ইউকে ২০২৫-২০২৭ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। গত ২৯ এপ্রিল {মঙ্গলবার) লন্ডনে অনুষ্ঠিত সম্মেলনে সর্বসম্মতিক্রমে বিশ্বনাথ উপজেলার টেংরা গ্রামের কৃতি সন্তান ও বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য বশির আলী সভাপতি এবং আতিকুর রহমান রুবেল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
সহ-সভাপতি: আব্দুর রউফ, আব্দুল কাদির জুয়েল, শামসুল ইসলাম, নোমান আল মনসুর, আবুল হোসেন, কবির আহমেদ, আব্দুল বারী আযাদ, আহমেদ রশিদ, গিয়াস মিয়া, সিরাজুল ইসলাম খান, শাহ ইমরান হোসেন, সোহেল হায়দার, শামসুল খান বাদশা।

সহ সাধারণ সম্পাদক: পারভেজ আহমেদ।

ট্রেজারার: আবুল খাস চৌধুরী; সহ ট্রেজারার: হাফেজ তারেক আহমেদ জায়গীরদার।

সাংগঠনিক সম্পাদক: কামরান আলী; সহ সাংগঠনিক সম্পাদক: সোনাফর আলী।

ক্রীড়া সম্পাদক: শাহ কামাল; সহ ক্রীড়া সম্পাদক: সোহান আহমেদ।

সাহিত্য সম্পাদক: মোশতাক আহমদ; সহ সাহিত্য সম্পাদক: রুহেল আহমেদ মিন্টু।

নির্বাহী সদস্য: কামরান আহমেদ সিকন্দরী, মামুনুল হক সাজু, আব্দুল তাহিদ, নুরুস সুফিয়ান চৌধুরী, সাইফুল ইসলাম, জিলু মিয়া, সিরাজুল গোফরান চৌধুরী, আব্দুল কুদ্দুস খান, আব্দুল হারিস, কামরুজ্জামান, ইসলাম খান, ডা. আতাউর রহমান, তোফায়েল আহমেদ চৌধুরী, মাহতাব মামুন, নাজিম খান।

নবনির্বাচিত সভাপতি বশির আলী সমাপ্তি বক্তব্যে বলেন, “নিস্বার্থ মানসিকতা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে সুরমা সোসাইটি। সিলেট বিভাগের অসহায় মানুষের কল্যাণই আমাদের মূল লক্ষ্য। আমরা পদ-পদবির জন্য কাজ করি না; মানবকল্যাণই আমাদের একমাত্র উদ্দেশ্য।”

উল্লেখ্য, ২০২৩ সালে প্রতিষ্ঠিত সুরমা সোসাইটি ইউকে শুরু থেকেই সিলেট বিভাগের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা প্রদান করে আসছে।