বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মিলনমেলায় সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সম্মানে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও ওই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেছেন, বিশ্বনাথ প্রেসক্লাবের ‘ইফতার মাহফিল’ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মধ্যে মিলনমেলায় পরিনত হওয়ায় বিষয়টি স্থানীয় রাজনীতিতে সম্প্রীতি সৃষ্টি ও এলাকার উন্নয়নে অসামান্য অবদান রাখবে। অনুষ্ঠানে বিশ্বনাথ প্রেসক্লাবের সাংবাদিকদের এমন মহতি আয়োজনের ভ‚য়ঁসী প্রশংসা করে ভবিষ্যতে এধারা অব্যাহত রাখার জন্য আহবান করেন। সাংবাদিকতার পাশাপাশি বিশ্বনাথের আর্থসামাজিক উন্নয়নে ও আর্ত-মানবতার সেবায় বিশ্বনাথ প্রেসক্লাবের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের জন্য সাধুবাদ জানান বক্তারা।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে এবং সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু ও বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপনের যৌথ পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য ও সিলেট-২ আসনে বিএনপি মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী তাহসিনা রুশদীর লুনা, সিলেট জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সিলেট-২ আসনে জামায়াতে মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রাার্থী অধ্যক্ষ আব্দুল হান্নান, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, বিশ্বনাথ উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়, থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী, উপজেলা বিএনপির ভারপ্রাাপ্ত সভাপতি গৌছ আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুল সোবহান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বসির আহমদ, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তানিমুল ইসলাম তামিম, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল, সদস্য সচিব ফাহিম আহমদ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাবের সদস্য মাওলানা শহিদুর রহমান ও শেষে মোনাজাত পরিচালনা করেন বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মাষ্টার ইমাদ উদ্দিন। এসময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


0 Comments