সোমবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ইলামেরগাঁও আটঘরে ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শাহাব উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আরশ আলী।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর বিএনপি সভাপতি হাজী আব্দুল হাই। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বশির আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাওছার খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, পৌর স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত আহবায়ক আবুল খয়ের, যুগ্ম আহবায়ক তসলিম উদ্দিন, সদস্য সচিব আহমদ দুলাল মিয়া এবং ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদল সদস্য সচিব শরিফ আহমদ।
বক্তারা বলেন, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নের জন্য তাহসিনা রুশদীর লুনা-কে নির্বাচিত করা জরুরি। তারা বলেন, ইলিয়াস আলী যে গণতন্ত্র, উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন, তা পূরণে লুনা-ই আমাদের আশা। তিনি একজন শিক্ষিত, সৎ ও জনবান্ধব নেত্রী।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সদস্য সুহেল আহমদ। কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা করেন রায়হান আহমদ।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ নুরুজ্জামান, পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক এনামুল হক, বিলাল আহমদ, সদস্য সুজন আহমদ, সাফি আহমদ, ৭নং ওয়ার্ড সদস্য সচিব শাকিব হোসেন, স্বেচ্ছাসেবকদল নেতা হেলাল আহমদ, আব্দুল হাকিম রানা, সাইদুল ইসলাম, বাবুল, দেলওয়ার, শাহাবুদ্দিন, জাহেদ আহমদ, আজাদ মিয়া, সেবুল হোসেন, শানুর, সেবুল, ইলাছ মিয়া, গিয়াস উদ্দিন, কয়েছ, তবারক আলী, ইসলাম উদ্দিন, ইকবাল, মুজিব, রুমেল, মাছুম প্রমুখ।


0 Comments