নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিশ্বনাথ উপজেলার শিমুলতলায় অবস্থিত জামিয়া ইসলামিয়া হাজী আব্দুছ ছাত্তার মহিলা মাদ্রাসার দ্বিতীয় ও তৃতীয় তলার শুভ উদ্বোধন উপলক্ষে সোমবার (২৭ অক্টোবর) ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাহফিলের সার্বিক তত্ত্বাবধান ও বাস্তবায়নে ছিলো আন-নি'য়ামাহ ট্রাস্ট ইউকে। মাহফিলে সভাপতিত্ব করেন হযরত মাওলানা কামরুল ইসলাম ছমির ও মাওলানা ফজলুর রহমান। সঞ্চালনায় ছিলেন মাদ্রাসার নায়েবে তালিমাহ হাফিজ মাওলানা রেজাউল হক রাজু।

প্রধান অতিথি হিসেবে ওয়াজ পেশ করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ শায়খুল হাদীস মাওলানা নুরুল ইসলাম খাঁন সুনামগঞ্জী। বিশেষ অতিথির বয়ান পেশ করেন শায়খুল হাদীস মাওলানা ফজলুর রহমান খাঁন বানিয়াচংগী।

এছাড়া ওয়াজ পেশ করেন জামেয়া মোহাম্মদীয়া আরাবিয়া বিশ্বনাথ-এর মুহতামিম মাওলানা নুরুল হক শাহজিরগাঁও, দারুস সুন্নাহ আমতৈল মাদ্রাসার মুহতামিম মুফতি ফারুক আহমদ, জামিয়া ইসলামিয়া লুৎফাবাদ পাঠাকইন-এর মুহতামিম মুফতি লুৎফর রহমান, ও সাহেবজাদায়ে মইজপুরী হাফিজ মাওলানা জুনাইদ আহমদ।

আখেরী মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি মাওলানা নুরুল ইসলাম খাঁন সুনামগঞ্জী।

মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।