কারণ ছাড়াই বিদ্যুৎ থাকছে না ঘন্টার পর ঘন্টা। বিশ্বনাথ উপজেলা জুড়ে বিদ্যুতের ভেলকিবাজি কান্ড চলছে। ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। কোনো নোটিশ ছাড়া কারণ-অকারণে বিদ্যুৎ না থাকায় জনমনে বেড়েছে উদ্বেগ উৎকন্ঠা ও ক্ষোভ। 


বিদ্যুতের লোডশেডিং কিংবা যান্ত্রিক ত্রুটি হলে তা গ্রাহকদের অবগত না করার অভিযোগ করছেন ব্যবহারকারীরা। প্রতিদিন গড়ে ৭ থেকে ৮ ঘন্টা বিদ্যুৎ থাকে। বাকী সময় না থাকায় বাসাবাড়ির ফ্রিজে রাখা নিত্যপ্রয়োজনীয় খাবার নষ্টের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান, অফিস আদালতের কাজকর্মে স্থবিরতা বিরাজ করছে। এর সমাধানের উপায় চান উপজেলা বাসী।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত থেকে উপজেলার ৭০ শতাংশ এলাকায় বিদ্যুৎ সঞ্চালন বন্ধ রয়েছে। 

বিশ্বনাথ পৌর শহর ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের একাধিক বাসিন্দাদের অভিযোগ পল্লী বিদ্যুতের বিশ্বনাথ জোনাল অফিসের কর্মকর্তাদের খামখেয়ালি আচরণ ত্যাগ করে তারা যেন দায়িত্বশী হন। পৌর শহরে বাসিন্দা আলমাস আলী, লিয়াকত হোসেন ও নিজাম উদ্দিন জানান, বিদ্যুতের ভোগান্তি না কমলে আমরা আন্দোলনের ডাক দিতে বাধ্য হব।


উপজেলা জুড়ে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকার কারণ কি জানতে চাইলে বিশ্বনাথ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম জিয়াউর রহমান জানান, পল্লী বিদ্যুৎ সংক্রান্ত দেশব্যাপী কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন চলমান থাকায় দেখভাল করার দায়িত্বে থাকা লোকজন ছুটিতে আছেন। এজন্য এই সমস্যা তৈরি হয়েছে।পরিস্থিতি স্বাভাবিক হলে সমস্যা সমাধান হবে।